
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মাদকদ্রব্য ফেনসিডিল পাচারের সময় একজনকে গ্রেফতার এবং ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্প। ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা- মোঃ সিরাজ উদ্দিন, মাতা- মোছাঃ হালিমা খাতুন, সাং- ধলাদিয়া, পোঃ- ভাওয়াল রাজাবাড়ী, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। র্যাব জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৯২ হাজার টাকা।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্প জানায়, মাদকদ্রব্য পাচারের বিষয়ে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহায়তায় অভিযান পরিচালনা করে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করলেও তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি স্বীকার করে, দেশের বিভিন্ন জেলা থেকে সে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।