
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের কোনাবাড়ীতে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ ঘাতককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার চকরহাট এলাকার সফিকুল ইসলামের ছেলে সাজিদুল ইসলাম (১৬) ও একই এলাকার শাহজাহানের ছেলে রাকিব মিয়া(১৪)।
বুধবার (৫ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিনের বাসা থেকে নিহত ৩ বছরের শিশুটির মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিশুটির বাড়ি (৩) কুড়িগ্রাম জেলায়। ধর্ষণের পর হত্যার শিকার ওই শিশু পরিবারের সাথে কোনাবাড়ীর এলাকায় ভাড়াকৃত বাসায় বসবাস করে আসছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাতকরা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে উক্ত স্থানে রেখে যায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে শিশুকে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে মুখে কসটেপ পেঁচানো অবস্থায় বস্তাবন্দি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। এঘটনায় সন্দেহ ভাজন হিসেবে একই বাসার ভাড়াটিয়া সাজিদুল ইসলাম ও রাকিব নামের দুইজনকে আটক করা হলে তারা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করার বিষয়টি শিকার করলে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা ধর্ষণ ও হত্যার ঘটনা শিকার করেছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।