
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চলছে গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। বিভিন্ন পাড়া-মহল্লায় এসব সংযোগ প্রদানে কাজ করে যাচ্ছে একটি চক্র। কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরবর্তীতে এসব চক্রের হাত ধরে পুনরায় সংযোগ দেয়া হয়। এভাবে বছরের পর বছর ধরে চলছে চোর-পুলিশ খেলা।
সরেজমিনে জানা যায়, বাসন থানাধীন ১৭নং ওয়ার্ডের মোগড়খাল এলাকায় সড়কের দুই পাশের বাড়িতে জ্বলছে অবৈধ চুলা। অন্যদিকে এখানকার প্রায় অর্ধশত বাসায় গ্যাসের পাইপলাইন ব্যবহারের অনুমোদন রয়েছে যার অধিকাংশ বাড়িতেই অনুমোদনের বাইরেও জ্বলে অতিরিক্ত চুলা। দুইটা বা চারটা চুলার অনুমোদন নিয়ে বহুতল ভবনের ফ্ল্যাটে-ফ্ল্যাটে ব্যবহার করা হচ্ছে গ্যাসের পাইপলাইন। ফলে প্রতি মাসে লাখ লাখ টাকার গ্যাসের অপচয় ও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি চক্র আর্থিক সুবিধার বিনিময়ে বছরের পর বছর ধরে এভাবে অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে। তবে চক্রটির ব্যাপারে সরাসরি মুখ খুলতে রাজি হননি কেউ।
জানা যায়, খোলা বাজার থেকে রাইজার কিনে রাতের অন্ধকারে এসব অবৈধ সংযোগ প্রদান করে অসাধু চক্র।
স্থানীয়রা জানান, এর আগে একাধিকবার এই এলাকায় অভিযান চালিয়েছেন তিতাসের কর্মকর্তারা। তথাপি কেন বন্ধ হচ্ছে না অবৈধ সংযোগ, তিতাস কর্মকর্তাদের সাথে এসব চক্রের যোগসাজশ রয়েছে কি না, এসব নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন।
গাজীপুর তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাত ফরাজি জানান, মোগরখাল এলাকায় এর আগেও অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। আবারও এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণে তিনি সকলের সহযোগিতা চান।