Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরের মেয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে বাবা-মা, হারালেন সর্বস্ব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

গাজীপুরের মেয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে বাবা-মা, হারালেন সর্বস্ব

November 06, 2024 03:02:19 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরের মেয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে বাবা-মা, হারালেন সর্বস্ব

 

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন বাবা-মা। গত সোমবার ভোরে গাজীপুরের বাসন থানার রওশন সড়ক এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। এসময় তাদের কাছে থাকা বত্রিশ হাজার টাকা, মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইকালে ভুক্তভোগী আমিনুল রহমানকে চায়নিজ কুড়াল দিয়ে হাতে কুপ দেয় ছিনতাইকারীরা। পরে  ছিনতাইকারীদের কুপে আহত অবস্থায় আমিনুল রহমানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা। আহত আমিনুল ইসলাম খুলনা জেলার অবয়নগর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মেয়ের শ্বশুর বাড়িতে বেড়েতা খুলনা থেকে বাসযোগে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় নামেন পিতা আমিনুল ইসলাম ও তার স্ত্রী। বাস থেকে নেমে রিকশায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনী পদক্ষেপ নিবেন বলে জানান।