
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে কামু (৫৩) কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
সোমবার (২ ডিসেম্বর, ২০২৪) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকায় সাবাহ গার্ডেন রিসোর্ট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কামরুল ইসলাম ওরফে কামু এরশাদনগর বস্তির ৫ নম্বর ব্লকের বাসিন্দা ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগর পুলিশের মাননীয় পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. আকবর আলী মুন্সী। গ্রেফতারকৃত কামরুল ইসলাম টঙ্গী পূর্ব থানার বিভিন্ন অপরাধকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪টি মামলা রয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ২৪টি নথিভুক্ত মামলা রয়েছে। এছাড়াও কামুর বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।