Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০

November 09, 2024 11:47:43 AM   অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫০৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ২ হাজার ৬৮৪ জন।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ জন নিহত এবং ১২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে বলা হয়, "নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।"

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের ওই হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে গাজায় খাদ্য, সুপেয় পানি, ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ লাখ ফিলিস্তিনির প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্র, মিসর, ও কাতার গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযানে বিরতি দিতে অস্বীকৃতি জানানোয় এসব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

ইসরায়েলের এই অভিযানের কারণে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে।