
বিপ্লব রহমান:
গতকাল সোমবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অত্র ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুকের সভাপতিত্বে তরফসরতাজ প্রাইমারী স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন- উপজেলা পুলিশিং কমিটির নেতা সাজেদুর রহমান মোহন, জাতীয় পার্টির নেতা আব্দুস ছাত্তার, ইউপি সচিব তহমিনা আকতার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই এক কোটি তেইশ লক্ষ ঊনষাট হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।