Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে দুইভাইকে কুপিয়ে জখম, বাড়ীঘর ভাঙচুর, লুট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে দুইভাইকে কুপিয়ে জখম, বাড়ীঘর ভাঙচুর, লুট

April 10, 2023 02:26:06 AM   দেশজুড়ে ডেস্ক
গাবতলীতে দুইভাইকে কুপিয়ে জখম, বাড়ীঘর ভাঙচুর, লুট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম এবং বাড়ীঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া গ্রামের আ: খালেকের ছেলে খাজা মিয়া ৫ এপ্রিল রাত সাড়ে ৭টায় ব্যবসা শেষে বাড়ী ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা এ সময় খাজা মিয়াকে  এলোপাতারীভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। খাজাকে বাঁচাতে তার ভাই জিন্না এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। এরপর ওই প্রতিপক্ষরা বাড়ীতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং ড্রয়ার ভেঙে স্বর্ণাংকার লুট করে। এ ঘটনায় খাজার পিতা আ: খালেক বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।