Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

May 27, 2023 08:01:49 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

বিপ্লব রহমান:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান আলীর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী ও আমিনুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌসজামান বিপ্লব, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তফা হাসান মুন, উপ-দপ্তর সম্পাদক আলাউল ইসলাম গোলাপ, সহ-সম্পাদক আব্দুল্লাহেল কাফীপ্রমুখ।