Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / গেমস খেলে স্মৃতি শক্তি বাড়ানোর অ্যাপ বানালো কুষ্টিয়ার ইমন ও সাদিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গেমস খেলে স্মৃতি শক্তি বাড়ানোর অ্যাপ বানালো কুষ্টিয়ার ইমন ও সাদিক

August 29, 2023 06:40:41 PM   উপজেলা প্রতিনিধি
গেমস খেলে স্মৃতি শক্তি বাড়ানোর অ্যাপ বানালো কুষ্টিয়ার ইমন ও সাদিক

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
স্টার্টআপ জগতে পা রাখল গ্রীন ইউনিভার্সিটি'র কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান ইমন ও ফারহান সাদিক। সুদীর্ঘ গবেষণা করে  নির্মাণ করেছেন মোবাইল গেমস অ্যাপস ‘ব্রেন অ্যাডোর্ন’ বা Brain Adorn: Puzzle & Recall।

জানা গেছে, বুস্টিং ছাড়াই ৭ দিনে ১২০ বার অ্যাপসটি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সনের গেমসটিতে রয়েছে ২ টি ফিচার। ইংরেজি শব্দ কুইজ ও রিকল বা মনে রাখা। যুক্ত রয়েছে মনোমুগ্ধকর শব্দ। সাউন্ড রিমুভ অপশনও রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে বিনামূল্যে। মোবাইল অথবা কম্পিউটারে ইন্সটলড করে গেমস টি অনলাইন কিংবা অফলাইনে খেলতে পারবেন সব বয়সের ব্যক্তি। এতে আপনার ইংরেজি শব্দের ভান্ডার সমৃদ্ধ হবে। বাড়বে স্মৃতি শক্তি।

নুরুজ্জামান ইমন কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাব-ডিপিসি' র সভাপতি আব্দুল আলিম সাচ্চুর বড় সন্তান ও ফারহান সাদিক মেহেরপুর উপজেলার বারাদি কলাইডাংগা গ্রামের আবুবক্কর সিদ্দিকর সন্তান। শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশে সহায়ক অ্যাপ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাপটির উদ্যোক্তা নুরুজ্জামান ইমন।