
নিউজিল্যান্ডের জন্য একটা ভয়াবহ দিন গেছে, যে দিনটি কেউ কখনো পুনরাবৃত্তি করতে চাইবে না। প্রথমে ব্যাটিংয়ে গিয়ে যে রানের পাহাড় গড়েছে ভারত তাকে তো টপকাতে পারেইনি বরং এক শুভমন গিলের রানকেই ছুঁতে পারেনি কিউইরা।
আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারতের হয়ে রেকর্ড করেছেন গিল। দলটির বিপক্ষে এই ম্যাচে একমাত্র ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। গিলের ১২৬ রানের মারমুখী ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে ভারত। এই লক্ষ্য তাড়া করে কিউইরা ১৬৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
বিরাট লক্ষ্য তাড়া করে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় নিউজিল্যান্ড। ভারতের পেসারদের সামনে এক শুভমন গিলের রানকেই টপকাতে পারেনি ব্ল্যাকক্যাপসরা। মাত্র ৬৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
গিল এই সেঞ্চুরির মাধ্যমে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিন ফর্মেটে শতক হাঁকানো ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছেন। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল হার্দিক পান্ডিয়ার দল।