
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের রুহন্ডি চক এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. জাহিদুল ইসলাম (২৩) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।
শনিবার (৮ মার্চ) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অপরাধে এই জরিমানা করা হয়েছে। স্থানীয় প্রশাসন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।