Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে নবীন বরণ, সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে নবীন বরণ, সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

February 24, 2025 03:57:53 PM   উপজেলা প্রতিনিধি
ঘিওরে নবীন বরণ, সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও নবম শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকসহ আরও অনেক অতিথি।

অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলেছিল, যেখানে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।