Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে যুবকের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে যুবকের আত্মহত্যা

March 03, 2025 06:58:21 PM   উপজেলা প্রতিনিধি
ঘিওরে যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্ব পাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় হৃদয় (২২) নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি মৃত আব্দুল আলিমের ছেলে এবং পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, হৃদয় তার ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘিওর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহ ও মানসিক কারণে তিনি আত্মহত্যা করেছেন।