
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী কালী নারায়ন ইনষ্টিটিউশনের শত বছর পূর্তি উপলক্ষে ২দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান শনিবার সকালে উদ্ধোধন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল বণাঢ্য র্যালি, স্মৃস্তিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, নাটক, ডিসপ্লে ও আলোচনা সভা। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।
আরও বক্তব্য রাখেন আইন কমিশনের সচিব মোঃ আতাউর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুস সালাম মিয়া প্রমুখ।