Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

February 16, 2025 01:31:50 PM   উপজেলা প্রতিনিধি
ঘিওরের বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের আওতায় ঘিওর উপজেলা গ্রাম আদালতের আয়োজনে বেলা ১২ টায় বরটিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় ও বরটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসন কর্মকর্তা মোঃ গোলাপ খান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিক রাম প্রসাদ সরকার দিপু, আল মামুন ও হুমায়ুন খালিদ খান সবুজ।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম ও তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সকলের সঙ্গে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিষয়টি আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়।