
মাগুরার নোমানী ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসমাবেশে দলটির আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, দেশের ঘুষ ও দুর্নীতি দূর করতে হলে সরকারকে মানবিক হতে হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুল ইসলাম বলেন, “অল্প বেতনে চাকরিজীবীদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সম্মানজনকভাবে জীবনযাপন করা কষ্টসাধ্য। তাদের জন্য যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে ঘুষ ও দুর্নীতি রোধ করা সম্ভব নয়।"
জেলা আমির অধ্যাপক এবিএম বাকেরের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে নোমানী ময়দানে জড়ো হয়। পার্শ্ববর্তী জেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ সমাবেশে যোগ দেন।
সকাল সাড়ে ১০টার মধ্যেই নোমানী ময়দান পূর্ণ হয়ে যায়। বেলা ১১টার দিকে প্রধান অতিথি ডা. শফিকুল ইসলাম সমাবেশস্থলে পৌঁছান।
তিনি বলেন, ঘুষ ও দুর্নীতির মূল কারণ হিসেবে অপ্রতুল বেতন এবং অমানবিক কর্মপরিবেশকে চিহ্নিত করা হয়। সম্মানজনক বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া ঘুষমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, চাকরিজীবীদের জন্য মানবিক নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করার। এই সমাবেশে নেতারা ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।