
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর নদী থেকে চায়না জাল জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে ঘিওর নদীতে অবৈধ চায়না জাল আছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান।
এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিএ আতোয়ার রহমান, ঘিওর থানার এস আই মো. রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য।
এসময় তারা আনুমানিক ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ করেন। পরে আটককৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান বলেন, অবৈধ চায়না জালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।