Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ওবায়দুল কাদেরের পর এবার সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ওবায়দুল কাদেরের পর এবার সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

March 04, 2024 09:37:30 AM   নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরের পর এবার সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল


চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মার্চ) সকাল ৮টার ফ্লাইটে তার সস্ত্রীক ঢাকা ত্যাগ করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, রোববার সকালের ফ্লাইটে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল। দুদিন পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসা থেকে চিকিৎসা নেন তিনি। কারামুক্তির পর থেকেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন ফখরুল। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি।