
চট্টগ্রাম প্রতিনিধি:
‘রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা করেছে চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদ।
শনিবার পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন আবুল খায়ের ভবনস্থ চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের কার্যালয়ে আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি তানভীর উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় সরকারি সাহিত্য সম্পাদক রাকীব আল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় বক্তারা রাজনৈতিক সংকট নিরসন এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জরারগঞ্জ থানা সভাপতি মাস্টার এম জসিম উদ্দিন, মিরসরাই থানা সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান, কোতোয়ালি থানা সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, পাহাড়তলী থানা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন সহ অন্যান্যরা।