Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র মাসিক সভা অনুষ্ঠিত

November 10, 2024 10:52:22 AM   জেলা প্রতিনিধি
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)‘র মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর মাসিক সভা শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক নুরুল আমিন খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক আল মামুন।

সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মো. রাশেদ ও বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, দপ্তর সম্পাদক মো. আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক এম আর মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সদস্যরা, যাদের মধ্যে ছিলেন রিদুয়ান, আমিনুল হক শাহীন, ফজলুল করিম, নাহিদ, শাকিল, ফয়সাল হাসান, প্রণয় দাশ গুপ্ত, সাফায়েত মোরশেদ, সাঈদুল রহমান সাকিব, এরফাতুর রহমান, মাসুদ পারভেজ, আলাউদ্দিন, এবং তাসফিয়া আজিজা তুবা।

সভা শেষে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনকে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় সিআরএ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন ও আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় বিশেষভাবে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময় জীবনবাজি রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।