
চাঁদা না দেওয়ায় দল থেকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে নেত্রকোনার সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. ফুল মিয়াকে দলীয় সিদ্ধান্তের নামে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গত ১২ মার্চ বিএনপির দলীয় প্যাডে মো. ফুল মিয়াকে বহিষ্কার করেন। এর প্রতিবাদে পরদিন ১৩ মার্চ ফুল মিয়া স্থানীয় ব্যানারে জেলা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. ফুল মিয়া জানান, বাংলা বাজারের ইজারা নিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করা হয়। তিনি আরও জানান, ২৩-২৪ অর্থবছরে তিনি বাংলা বাজারের ইজারাদার ছিলেন এবং ২৪-২৫ অর্থবছরেও সরকারি বিধি মোতাবেক উপজেলা পরিষদের কার্যক্রম অনুসারে ইজারা পেয়েছেন।
এ বিষয়ে ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফুল মিয়া অনৈতিক আচরণ করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। উপর মহলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, তাঁদের সঙ্গে ফুল মিয়ার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। উপর মহলের সিদ্ধান্ত ও সভাপতির নির্দেশ অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।