
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান তার ভাইসহ সন্ত্রাসীদের নিয়ে শ্রীপুর প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।
গত বুধবার সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাবে বিজয় দিবসের প্রস্তুতিমূলক আলোচনাকালীন এ ঘটনা ঘটে। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান, তার ভাই নিজাম উদ্দীন এবং আরও কিছু সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।
হামলার ঘটনায় শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকসহ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে আহত সাংবাদিক আব্দুল মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি স্থানীয় বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়।
হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।