Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / চীনে বিনিয়োগ কারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চীনে বিনিয়োগ কারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের

February 04, 2023 05:09:46 PM   প্রযুক্তি ডেস্ক
চীনে বিনিয়োগ কারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
২০১৫-২১ সাল পর্যন্ত চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদেশী বিনিয়োগের পাঁচ ভাগের এক ভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিনিয়োগকারীদের মধ্যে ইনটেল করপোরেশন ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট আর্ম রয়েছে। খবর রয়টার্স।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির (সিএসইটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন চীনের প্রযুক্তি কোম্পানিগুলোয় বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন ঠিক সে সময় এ প্রতিবেদন প্রকাশ্যে এল। প্রতিবেদনে বলা হয়, ১৬৭ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৪০১টি লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করেছেন ৪ হাজার ২০ কোটি ডলার। এর মধ্যে কোয়ালকম ও ইনটেল যথাক্রমে ১১ ও ১৩টি বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে সিজিভিসি ক্যাপিটাল মোট ৪৩টি বিনিয়োগ নিয়ে শীর্ষে আছে। 
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বন্ধে নির্বাহী আদেশ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটন মনে করছে, সংবেদনশীল এ খাতে বিনিয়োগ করলে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো বেইজিংয়ের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা পালন করবে।
হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে অনেকেই পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত ছবি আদানপ্রদান করেন। তবে অনলাইনে পারিবারিক বা সহকর্মীদের দলগত ছবি আদানপ্রদানে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এতে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি নিজেও নিরাপদ থাকা যায়। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর আগে চাইলেই ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তির চেহারা বা ছবির পটভূমি ঝাপসা করা যায়।
হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠানোর জন্য প্রথমে চ্যাট অপশনে প্রবেশ করে ছবি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা পেনসিল আইকনে ক্লিক করে নিচে থাকা ব্লার অপশন ট্যাপ করতে হবে। এবার ছবির নির্দিষ্ট স্থানে ঘষলেই ওই অংশ ঝাপসা হয়ে যাবে।