Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কাঁঠালিয়ায়শিশু ধর্ষণ চেষ্টা আসামির জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

কাঁঠালিয়ায়শিশু ধর্ষণ চেষ্টা আসামির জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

April 30, 2025 07:20:06 PM   অনলাইন ডেস্ক
কাঁঠালিয়ায়শিশু ধর্ষণ চেষ্টা আসামির জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসামিকে  জামিন বাতিল ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঝালকাঠি জেলা জজ আদালত চত্বরে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত আসামী নির্জন সিকদার উপজেলার ১ নং চেচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুটির মা মামলার বাদী কে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একটি শিশুর ওপর এমন জঘন্য চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। মানববন্ধনে বক্তব্য রাখেন আবির লস্কর ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের শিশুটির মা দোলা দাস জানান, মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা করে। পরে এ ব্যাপারে আমি কাঁঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।