
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তাদের জন্য আরও উন্নত পরিবেশ ও সুযোগ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।