
চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত দুই মাসে এক ফোঁটাও বৃষ্টি না হওয়ায় ভূ-উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। ফলে তীব্র খরা, বৃষ্টিহীনতার কারণে উপজেলার জনজীবনে হাঁসফাঁস উঠেছে।
সরেজমিনে উপজেলার চারঘাট সদর, মিয়াপুর, থানাপাড়া, ইউসুফপুর, পিরোজপুর, শলুয়া, নিমপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ টিউবওয়েলে স্বাভাবিকের চেয়ে পানি কম উঠছে। দুই একটি টিউবয়েলে পানি উঠলেও একেবারেই নগন্য। যে পানি দিয়ে কোন খাওয়া দাওয়া তো দূরের কথা কাজই করা সম্ভব হচ্ছে না।
পদ্মা-বড়াল বিধৌত এই উপজেলার অধিকাংশ অধিবাসী সুপেয় পানির জন্য নলকুপের উপর নির্ভরশীল। সাধারণত বর্ষা মৌসুমে বেশ কিছুদিন পানি থাকলেও শুষ্ক মৌসুমে নদীগুলোতে পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে থাকে। এর ফলে নদীর পানির লেয়ার দিন দিন স্বাভাবিক অবস্থানের চেয়ে নিচে নেমে যাচ্ছে। নদী নির্ভরশীল ৮০০-৯০০ ফুটে স্থাপনকৃত নলকুপগুলোতে পানি উঠছে না।
এদিকে মাহে রমজানের শেষদিকে এসে রোজা রাখতে অনেকটা কষ্টকর হচ্ছে। বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছেন কৃষকরা। এছাড়াও বৃষ্টির অভাবে বাগানের আম ঝরে যাওয়ায় বিপাকে পরেছেন আম চাষিরা। মাঠের ধান শেষ মুহূর্তে এসে নষ্ট হচ্ছে। বৃষ্টির অভাবে নতুন করে কৃষকরা ফসল বুনতে পারছেনা। ফলে পতিত পড়ে আছে অনেক আবাদি জমি।