
ঝালকাঠির রাজাপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় এলাকায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে এক হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত হেলপার মনজু (৩০) সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকার শহিদুল জমাদ্দারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হিরা পরিবহন নামের একটি বাস ঝালকাঠি থেকে ছেড়ে ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। মেডিকেল মোড় এলাকায় পৌঁছালে বাসটি ডান দিকে ঘুরে ভাণ্ডারিয়া রোডে ঢোকার সময় হেলপার মনজু নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন। এসময় বাসের চাকার নিচে পড়ে তার ডান পায়ের পাতা থেঁতলে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে বাসের নিচ থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।