
চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান নীলফামারীর চিলাহাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সীমান্ত এলাকা, আশ্রয় প্রকল্প ও চিলাহাটি রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি রেলওয়ে রেস্টহাউজের সামনে দুস্থদের কম্বল বিতরণ করেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি চিলাহাটিতে প্রবেশ করেন।
জেলা প্রশাসক প্রথমেই এসে তিনি চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইয়ুব আলী ও প্রধান শিক্ষক জিল্লু। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। তারপর তিনি ভোগডাবুড়ী ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, আশ্রয় প্রকল্প, সীমান্ত এলাকা ও চিলাহাটি রেলস্টেশন পরিদর্শন করে রেলওয়ে রেস্টহাউজের সামনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে জেলা প্রশাসককে গার্ড অব অনার দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করে ভোগডাবুড়ী ইউনিয়ন গ্রাম পুলিশগণ। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএ, এসিল্যান্ড জান্নাতুন ফেরদৌস হ্যাপি, পিআইও আব্দুল মাবুদ, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর, চিলাহাটি স্টেশন মাষ্টার রুহুল আমিন।
জেলা প্রশাসক নায়িরুজ্জামান পরিদর্শন শেষে এলাকার সার্বিক বিষয় নিয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলোচনা করেন।