
চিলাহাটি প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের মহিলা সংরক্ষিত ওয়াটের মেম্বার মনিরা বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ ৫ লক্ষ টাকা সহ ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যুতের তারে সটসাকিট ঘটিয়ে আগুনের সূত্রপাত চারদিকে সরিয়ে পড়ে মুহূর্তের মধ্যে চারটি ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সহ আলমিরাতে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা পুড়ে গেছে। মহিলা মেম্বারে স্বামী সাগর আলী জানান, মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় কোন কিছু বাঁচাতে পারিনি। দমকল বাহিনীকে সংবাদ দেওয়া হলে তারা ঘটনা স্থলে পৌঁছার আগেই সবকিছু আগুনে পুড়ে গেছে। সবকিছু হারিয়ে মহিলা মেম্বার পরিবার পরিজন নিয়ে খোলা আকাশে নিচে বসে আছে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান।