
চীনের সাবেক আইনমন্ত্রী ফু ঝেংহুয়া’কে ‘স্থগিত মৃত্যুদণ্ডের’ শাস্তি দিয়েছেন আদালত। ঘুষ গ্রহণের দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়েছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দু’বছর পরে ফু ঝেংহুয়ার মৃত্যুদণ্ডাদেশ লাঘব করে যাবজ্জীবন জেল হিসেবে পরিগণিত হবে। তবে কোনো প্যারোল পাওয়ার সম্ভাব্যতা নেই তার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, চীনে দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পর্যায়ে বেশ কিছু তদন্ত এবং দমনপীড়নে নেতৃত্ব দিয়েছেন ৬৭ বছর বয়সী ফু ঝেংহুয়া। এ সময়ে তিনি কমপক্ষে ১১ কোটি ৭০ লাখ ইয়েন ঘুষ নেয়ার কথা স্বীকার করেছেন। এ ছাড়া সরকারে বিভিন্ন পদে কাজ করার সময় ক্ষমতার অপব্যবহার করার কথা স্বীকার করেছেন তিনি। বিশেষ করে ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজধানী বেইজিংয়ে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিজের ভাই এবং ঘনিষ্ঠ অন্যদের দ্বারা সংঘটিত অপরাধ আড়াল করার চেষ্টা চালিয়েছেন সাবেক এই মন্ত্রী। সামনেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস। সেখানে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করার আশা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তার আগেই এই মামলায় এমন রায় হলো। ২০১২ সালে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল হন শি জিনপিং। তখন থেকেই দীর্ঘদিন চীনে দুর্নীতির বিরুদ্ধে ‘ক্রুসেড’ চালানো হচ্ছে।
গত বুধবার সাংহাই, চোংকিং এবং শানজি প্রদেশের সাবেক তিনজন পুলিশ প্রধানকে দুর্নীতির জন্য অনেক বছর করে জেল দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।