Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীসহ গ্রেফতার ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীসহ গ্রেফতার ৬

September 13, 2023 05:04:33 PM   জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীসহ গ্রেফতার ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পুলিশ নাশকতার মামলায় জামায়াতের জেলা আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ মোট ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা জামায়াতের আমির জুয়াডাঙ্গা২ আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাড. রুহুল আমিন(৪৫) , চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম (৩৯), জামায়াত কর্মী মহাসিন আলী (২৬), চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দৈনিক সংগ্রামের দামুড়হুদা প্রতিনিধি  ও দর্শনা প্রেসক্লাবের ক্যাশিয়ার মাসুম বিল্লাহ (৪২), জেলা জামায়াতের আমিরের ড্রাইভার মিনারুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন জেলখানার সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় গত ১৬ মে তারিখে তাদের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, নাশকতার মামলায় জামায়াতের জেলা আমীরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।