Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় ড. সেলিম মাহমুদের উঠান বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় ড. সেলিম মাহমুদের উঠান বৈঠক

March 19, 2023 01:27:14 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় ড. সেলিম মাহমুদের উঠান বৈঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
‘শেখ হাসিনার অবদান, দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন’ -স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের কচুয়ায় ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

শনিবার (১৮ মার্চ) উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন- দেশের মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী যা করেছেন ইতিহাসেও এত উন্নয়ন করা কারো পক্ষে সম্ভব হয়নি। আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে এ উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। উঠান বৈঠকটি এলাকার নারী-পুরুষ ও আওয়ামী দলীয় অঙ্গসংগঠনের উপস্থিতিতে জনসভায় রূপান্তিরত হয়।

ইউপি চেয়ারমান এম আকতার হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস সহ আরও অনেকে।

বৈঠক শেষে উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের সহযোগিতায় নব-নির্মিত সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের গেইট উদ্ভোধন করেন সেলিম মাহমুদ।