
বরিশালের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, সরকার বরিশালে ছাত্র আন্দোলনে নিহত সকল পরিবারের পাশে দাঁড়াবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি বরিশাল নগরীর গোঁড়াচাঁদ দাস রোডে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জানান, বরিশালে ৩০ জন শহীদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে গিয়ে সহায়তার চেষ্টা করা হবে।
জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সঙ্গে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই এবং সহকারী কমিশনার মো. আবু জাফর মজুমদারও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে শহীদদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সরকার তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়া, শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।