Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ছাত্র হত্যার মামলায় ছাত্রলীগ নেতা সাকিল গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছাত্র হত্যার মামলায় ছাত্রলীগ নেতা সাকিল গ্রেপ্তার

October 29, 2024 06:36:33 PM   জেলা প্রতিনিধি
ছাত্র হত্যার মামলায় ছাত্রলীগ নেতা সাকিল গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কলেজছাত্র ছাইদুল ইসলাম (২০) হত্যার মামলার আসামি ও ছাত্রলীগ নেতা মোসলেম উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃত এম এ গোফরানের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেনী জেলা দপ্তর সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ ফেনীর কোম্পানি কমান্ডার সাদিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি মোসলেম উদ্দিন শাকিল ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।