Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

September 10, 2024 05:06:58 PM   উপজেলা প্রতিনিধি
জাজিরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাজিরা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৫০'টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৯-সেপ্টেম্বর) দুপুরে জাজিরা পৌরসভার টিএনটি মোড় থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ব্যাংকের মোড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার নির্দেশনায় সহকারী  কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর এক সাপ্তাহ আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পয়ঃনিষ্কাশনের জন্য থাকা একটি সরকারি খালের উপর বছরের পর বছর ধরে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছিলো স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামিলীগ নেতা। এছাড়াও টিএনটি মোড় এবং আশপাশে সরকারি জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জনগণের ভোগান্তি সৃষ্টিসহ সরকারি সম্পত্তি দখল করে রেখেছিলো একটি অসাধু চক্র। এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করছি। আমরা সবাইকে মাইকিং করে জানিয়েছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।