
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস জাজিরা শাখার উদ্যোগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) পৌরসভার টিএনটি মোড় সংলগ্ন বালুর মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা পৌরসভা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী, সাধারণ সম্পাদক হাফেজ শেখ দবির হোসেন, জাজিরা উপজেলা সভাপতি নুরুল আমীন, শরীয়তপুর সদর উপজেলা সভাপতি মাওলানা রিয়াজুর ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমানসহ ইসলামি সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, দেশের সাম্প্রতিক সময়ে ছিনতাই ও রাহাজানির ঘটনা বেড়ে গেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা বাহিনীর ম্রিয়মাণ তৎপরতায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগের বাইরে ভিন্নমতের কেউ জাজিরায় কথা বলতে পারেনি। ইতিহাস সাক্ষী, যারা শোষণ করেছে, তারা করুণ পরিণতি ভোগ করেছে। এদের থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সম্মেলনের শেষ পর্যায়ে তিনি আশা প্রকাশ করেন, ইসলামি সমমনা দলগুলো দ্রুত এক কাতারে আসবে। এরপর তার ঘোষণার মধ্য দিয়ে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।