Date: May 06, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫

April 24, 2024 09:06:31 PM   উপজেলা প্রতিনিধি
জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষ জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়  ৫ জন আহত হয়েছে। এ সময়ে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।  (২৪ এপ্রিল) বুধবার  সকাল থেকে দফায় দফায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাজেরা বেগম (৭৫), শাহাবুদ্দিন সারেং(৩০) মোহাম্মদ আরশাদুল (১১) আকাশ হাওলাদার(২৮) এবং সৈকত সর্দার  (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী এবং তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের  দন্দ রয়েছে । এই নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৭ মার্চ দুই পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেই ঘটনারই সূত্র ধরে আজ (২৪ এপ্রিল) বুধবার সকাল থেকেই  আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় তারা সারেংকান্দি এলাকার ফসলি জমিতে নেমে একে অপরকে লক্ষ্য করে হাতবোমা (ককটেল) ছুড়তে থাকে। ককটেল বিস্ফোরণের শব্দে ভারী হয়ে উঠে আশপাশ। এই ঘটনায় শাহাবুদ্দিন, সৈকত,আকাশ, আরশাদুলও হাজেরা নামে ৫ জন গুরুতর আহত হয়েছে । পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শাহাবুদ্দিন, সৈকত, আরসাদুল  ও আকাশকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা।  এছাড়া দুপক্ষের বেশকিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশের ৭ টি টিম মোতায়েন রয়েছে।  

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবর অভিযোগ করে বলেন, কুদ্দুস বেপারীর লোকজন গতকাল মঙ্গলবার আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘বাবার জন্মে হয়ে থাকলে সবার সামনে গিয়ে মারামারি করিস। পোলাপান সামনে দিয়ে মারামারি করিস না। আগামীকাল সকালে শুরু হবে।'

এ বিষয়ে আমি পুলিশকে জানিয়েছি। পরে আজ কুদ্দুস বেপারীর লোকজন আমার লোকজনের বাড়ি-ঘর ভাঙচুর করে ও আমাদের লোকজনের ওপর হামলা চালায়।

তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান  আব্দুল কুদ্দুস বেপারী বলেন, গতকাল বিকেল বেলায় স্থানীয় একটি মাঠে আমার কিছু লোকজন ফুটবল খেলছিল, জলিল মাদবরের নেতৃত্বে তার সমর্থক রা মাঠে খেলতে থাকা আমার লোকজনের ওপর বালতি ভর্তি বোমা নিয়ে  হামলার চেষ্ঠা করলে  সংঘর্ষ এড়াতে আমার লোকজন দুরে সরে যায় কিন্তু আজকে সকালে  মারামারি করার জন্য কয়েক গ্রাম থেকে লোকজন এনে আমার লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার একজন লোক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কয়েক বছর যাবত বিলাসপুর ইউনিয়নে দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হামলা-মামলা চলছে। তারই জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জরায়। আমরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করি। কিন্তু আমরা পৌঁছানোর আগেই দুপক্ষের অন্তত চারজন লোক আহত হয়। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় ও বাড়িঘর ভাঙচুর করেছে। যারা এসব ঘটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।