Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাতীয় পার্টি ভোট যুদ্ধের মাধ্যমে আগামীতে ক্ষমতায় আসবে : জিএম কাদের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় পার্টি ভোট যুদ্ধের মাধ্যমে আগামীতে ক্ষমতায় আসবে : জিএম কাদের

June 03, 2023 06:45:32 PM   জেলা প্রতিনিধি
জাতীয় পার্টি ভোট যুদ্ধের মাধ্যমে আগামীতে ক্ষমতায় আসবে : জিএম কাদের

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি ভোট যুদ্ধে নেমেছে। ভোট যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। বর্তমানে আওয়ামী লীগ ও বিএন পির প্রতি মানুষের আস্থা নেই গত বাজেট ঘোষণা করেছে। গরিব মারার বাজেট এ বাজারে গরীব আরো গরীব হবে। বর্তমান সরকার রিজাভ খেয়ে ফেলেছে বাকিতে মালামাল আনার চেষ্টা করছে। এ সরকার ব্যর্থ সরকার এ সরকারের পুলিশ আমলা সকলেই বাকশাল এ সরকার সম্পূর্ণ ব্যর্থ স্বৈরাচারী সরকার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) জাতীয় পার্টি, লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সেন্টু।

সম্মেলনটি সঞ্চালনা করেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ওমর ফারুক মিয়া, সম্মেলনে নরসিংদী জেলার ৫টি আসনের সম্ভব এমপি প্রার্থীগণ ও যুবসমাজ ছাত্রসমাজ জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ খণ্ডখণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। সম্মেলনকে একটি সুন্দর ও সার্থক জমকালো সম্মেলন উপহার দেওয়ায় দলের চেয়ারম্যান সম্মেলন আয়োজনকারীদের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী ১০ দিনের মধ্যে জেলা কমিটির ঘোষণা করবেন বলে জানান।