Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন আনসারের ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন আনসারের ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট

June 26, 2024 08:02:09 PM   উপজেলা প্রতিনিধি
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন আনসারের ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন। ২৩-২৪ অর্থ বছরে রংপুর রেঞ্জের জেলা কমান্ড্যান্ট তিনি এর সম্মাননা পেয়েছেন।

গত বুধবার ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন বলেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে শ্রম ত্যাগতিতিক্ষা কাজের অনুপ্রেরণা সহ জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে নিবির ভাবে পর্যবেক্ষণ ও কাজে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছি। এ পুরস্কার সকল আনসারদেরকে কর্ম তৎপর হতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা সকল পর্যায়ে আনসার ভিডিপির সকল সদস্যদের দায়িত্ব পালনে উজ্জীবিত করবে। তিনি এ জেলায় ৩১/০৭/২২ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন। এর আগে সহকারী পরিচালক পদে এই বাহিনীর সদর দপ্তরের প্রথম কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দিনাজপুরে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে, ২৩ আনসার ব্যাটালিয়ন ও অন্যান্য এলাকায় উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, ২০১৬ সালে ৩৪ তম বিসিএস আনসার ক্যাডারে উত্তীর্ণ হন। এ জেলায় যোগদান পরবর্তীতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতাভুক্ত শুদ্ধাচার কর্ম কৌশল পরিকল্পনা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করেছেন।  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কর্তৃক নির্দেশনা মোতাবেক সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার অধীনে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব সহ দূর্গা পূজা উৎসব পালনের সময় নিরাপত্তার দায়িত্বে আনসার ও ভিডিপির সকল সদস্যদের নিয়ে সুশৃংখল ও শৃঙ্খলা বদ্ধে পেশাদারিত্বের সার্থে দায়িত্ব পালন করেছেন।

এর ফলে রংপুর রেঞ্জের জেলা কমান্ড্যান্ট তিনি এ সম্মাননা পেয়েছেন। পরবর্তীতে মূল বেতনের সমপরিমাণ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রাপ্ত হবেন মর্মে আশরাফুজ্জামান বিভিএমএস উপ পরিচালক (জেনারেল) ও ফোকাল পয়েন্ট (শুদ্ধাচার কৌশল) ২০/০৬/২৪ স্বাক্ষরিত তথ্যাবলী উল্লেখ করা হয়।