Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

September 20, 2024 07:57:09 PM   উপজেলা প্রতিনিধি
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাওয়ারটি নদীতে ভেঙে পড়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এক সপ্তাহ আগেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

টাওয়ারটি নদীতে ভেঙে পড়ার পরও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। শরিফুল ইসলাম আরও জানান, আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো, তবে বর্তমানে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া জেলার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জিও ও টিউব ব্যাগ ব্যবহার করেও টাওয়ারটি রক্ষা করা সম্ভব হয়নি। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি আরও ২৩ সেন্টিমিটার বেড়েছে, যার ফলে মিরপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা জানান, টাওয়ার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে, তবে এতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালনে কোনো সমস্যা হয়নি। ভাঙনের ফলে ফসলি জমি এবং বাড়িঘর রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে।