Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান

November 08, 2023 08:15:24 PM   ডেস্ক রিপোর্ট
জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান

দেশে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ২০২০-২১ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির পেয়েছে ৭৩টি প্রতিষ্ঠান।বুধবার বিকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্ত ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এছাড়া, সব খাতের মধ্যে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেডকে বিশেষভাবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি' দেওয়া হয়।

ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩২ শিল্পখাতের ৭৩ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান স্বাগত বক্তব্য প্রদান করেন।