Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর আ.লীগের নানা কর্মসূচি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর আ.লীগের নানা কর্মসূচি

August 26, 2023 08:32:47 PM   দেশেরপত্র ডেস্ক
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর আ.লীগের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের উত্তর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড এর প্যারিস রোডস্থ শেখ ফজলুল হক মনি বহুমুখী মাঠ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উল্টর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব:) ফারুক খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সহ সভাপতি আশরাফুন নেচ্ছা পারুল, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনবিজ্ঞানী সুলতানা রাজিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের ঢাকা উল্টর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী দিবসটিকে শোক স্মৃতিতে গেঁথে রাখতে ১ হাজার শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, ১ হাজার ঔষধী গাছ বিতরণ, ১ হাজার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বই বিতরণ, সব ধরনের স্বাস্থ্য সেবা, ৫ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, এডিস মশার বিষয়ে সচেতনতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।