Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জৈনা বাজারের ‘মরণফাঁদ’ ইউটার্ন বন্ধ করে আইল্যান্ড নির্মাণের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জৈনা বাজারের ‘মরণফাঁদ’ ইউটার্ন বন্ধ করে আইল্যান্ড নির্মাণের দাবি

May 16, 2025 08:39:06 PM   অনলাইন ডেস্ক
জৈনা বাজারের ‘মরণফাঁদ’ ইউটার্ন বন্ধ করে আইল্যান্ড নির্মাণের দাবি

আব্দুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্নে বারবার সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং সেখানে দ্রুত আইল্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৬ মে) দুপুর ২টায় এ কর্মসূচি পালিত হয়, যা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত স্থায়ী হয়।

চার লেনে উন্নীত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। জৈনা বাজার অংশের ইউটার্নটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে তাজা প্রাণ, অথচ কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে -এমন অভিযোগও উঠে এসেছে মানববন্ধনে।

এ সময় মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। অবিলম্বে এখানে নিরাপদ ইউটার্নের জন্য আইল্যান্ড নির্মাণ না হলে এই ইউটার্ন বন্ধ করে দেওয়ার দাবি জানান তারা।

ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। তিনি জানান, “আমি ইউএনওর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি ঊর্ধ্বতনদের নজরে এনেছেন। দ্রুত সময়ের মধ্যে এখানে আইল্যান্ড নির্মাণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, যতদিন না পর্যন্ত এই ইউটার্নে নিরাপদ আইল্যান্ড নির্মাণ হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।