Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল

May 16, 2025 08:32:58 PM   অনলাইন ডেস্ক
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় আগামীকাল শনিবার (১৭ মে) ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৪ মে) মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় ঘোষণার দিন ধার্য করেন

এর আগে, গত ১৫ মার্চ মামলার মূল আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।