
নেত্রকোনার খালিয়াজুরীতে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ও অঙ্গসংগঠনের গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
নেত্রকোণা-৪ সংসদীয় আসনের খালিয়াজুরীতে বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে খালিয়াজুরী কলেজ মাঠে জড়ো হন দলীয় নেতাকর্মীরা।
বিকেল ৪টায় খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রউফ স্বাধীন এবং সঞ্চালনা করেন মাহবুবুর রহমান কেষ্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুজা, জেলা নেতা ইমরান খান চৌধুরী, উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ মান্নান তালুকদার, আটপাড়া-কেন্দুয়ার কৃতি সন্তান মেজর সিদ্দিকী, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় লুৎফুজ্জামান বাবর বলেন, "আমি ফ্যাসিস্ট, জুলুমবাজ শেখ হাসিনার শাসনামলে ১৭ বছর ৫ মাস মিথ্যা মামলায় কারাভোগ করেছি। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আপনাদের মাঝে ফিরে এসেছি, এজন্য আল্লাহর প্রতি হাজারো শুকরিয়া।"
তিনি আরও বলেন, "ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হলেও জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত হয়, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব।"