
সামাউল ইসলাম:
চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। গত ১০ আগস্ট পেঁয়াজের দাম ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি। পরের সপ্তাহে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু মাসের শেষ সপ্তাহে আবারও পেঁয়াজের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা। অন্যান্য কাঁচাবাজেরর সাথে পেঁয়াজের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষদের।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার পর্যায়ে সরকারিভাবে বিশেষ মনিটরিং চলছে। কোন এক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ব্যবস্থার কারণে পেঁয়াজের দাম বাড়ছে।
বাজার বিশ্লেষকেরা বলছে, পেঁয়াজ বেশি পরিমাণে আমদানি করলে পেঁয়াজের দাম কমবে। কিন্তু বাজারে পেঁয়াজের আমদানি কম হচ্ছে। যার ফলে পেঁয়াজের দাম কোনভাবেই কমানো সম্ভব হচ্ছে না। তাই এ বিষয়ে সরকারের আরো কঠোর মনিটরিং ব্যবস্থা জোড়দার করতে হবে বলে জানান তারা।