Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / জামিন পেলেন আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামিন পেলেন আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান

August 10, 2023 08:09:46 PM   জেলা প্রতিনিধি
জামিন পেলেন আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান

আমিনুল ইসলাম: 
জামিন পেয়েছেন ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান। বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের জামিনে মুক্তির আদেশ দেন বিজ্ঞ আদালত।

সাবেক দুই চেয়ারম্যানের পরিবারের দাবি, পথরোধ করে আটক, হত্যার উদ্দেশ্যে মারধর, সাধারণ গুরুতর জখম, চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং হুকুম দেওয়ার মিথ্যা অভিযোগে মামলাটি রুজু করা হয়। লালমোহন থানার মামলা নং-৩৩, তারিখ- ২৬/০৭/২০২৩ইং। এই মামলায় আসামী দেখিয়ে সাবেক দুই চেয়ারম্যানকে ২৭ জুলাই  গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীর মামলায় জামিনে মুক্তির আদেশ দেন আদালত।

তারা আরও বলেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এর সমর্থন করায় গত এক বছরে মো. হোসেন হাওলাদার এর নামে ১০টি ও রিয়াদ হোসেন হান্নানের নামে ৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও গত ২৪ জুন মোঃ হোসেন হাওলাদারের বাড়িতে ও ২৫ জুন রিয়াদ হোসেন হান্নানের বাড়িতে  ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ।