Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না মুস্তাফিজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না মুস্তাফিজ

April 23, 2024 05:45:08 PM   ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না মুস্তাফিজ

ঘরের মাঠে ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। ওই সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মুস্তাফিজ বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে ভারতে আছেন। বোর্ড প্রথমে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। পরে একদিন ছুটি বাড়িয়ে তা ১ মে পর্যন্ত করেছে। ফিজ ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে তবেই দেশে ফিরবেন।