
জামালপুরের মেলান্দহ পৌর এলাকার সুইপার কলোনিতে বসতঘরে অগ্নিকাণ্ডে অজুফা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অজুফা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ তার ঘরে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া ঘর থেকে অজুফা বেগমের লাশ উদ্ধার করেন।
মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, "খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি এবং ঘর থেকে দগ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।"
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "ঘরে আগুন লাগার পর বৃদ্ধা অজুফা বেগম বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা গেছেন।"